1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ খবর

আল-আকসার সেই বিড়ালপ্রেমিক আর নেই (ভিডিও)

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

আল-আকসা মসজিদ কম্পাউন্ডে শোকের ছায়া নেমে এসেছে। হাজি গাসসান মাহমুদ ইউনিস মৃত্যুর খবরে সবার মন ভেঙে গেছে। করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার ‘আবু হুরাইরা’ নামে পরিচিত এই ফিলিস্তিনি না-ফেরার দেশে চলে যান।

অনেকেই তার স্মৃতি স্মরণ করে সামাজিকমাধ্যমে শোক জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, প্রতিদিন সকালে তার নিজশহর আরা থেকে আল-আকসায় আসতেন। তার হাতে থাকতো ব্যাগ—যাতে বিড়ালের খাবার, পাখির দানা ও শিশুদের জন্য মিষ্টি থাকত।

যদি তিনি সেখানে যেতে অক্ষম হতেন, তাহলে তার বন্ধুদের বলতেন যাতে তারা এ কাজগুলো করে দেয়।-খবর মিডল ইস্ট আইয়ের

এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই কাজের মাধ্যমে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। বিড়ালগুলো আমাকে ভালো করে চেনে এবং আমার সঙ্গে তাদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে।

স্থানীয়রা তাকে ‘আবু হুরাইরা’ নামে ডাকতেন। মুহাম্মদ (সা.)-এর বিখ্যাত সাহাবা আবু হুরাইরা থেকে এ নামটি নেওয়া হয়েছে। এই নামের অর্থ হচ্ছে বিড়াল শাবকওয়ালা।

গেল ত্রিশ বছর ধরে প্রাণিদের খাবার দিতে তিনি আল-আকসায় যেতেন। নবী করিম (সা.)-এর শিক্ষা থেকে তিনি এমনটা করেছেন।

তিনি বলেছিলেন, আল-আকসা কম্পাউন্ডে ৪০টি বিড়াল আছে। এছাড়া অসংখ্য পাখি ছিল, তাদের তিনি দেখভাল করতেন।

এসব পশু-পাখিদের খাওয়াতে বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসতেন ইউনিস।

মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ইসরাইলের অধিকৃত ভূখণ্ডে এক লাখ ৭১ হাজার ৭৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে এক হাজার ৮৮৯ জনের মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনিদের করোনার টিকা সরবরাহে বাধা দেওয়ায় ইসরাইলের সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব