বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক ক্যাটাগরিতে (২০১৮) সিআইপি হিসেবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে মনোনীত হয়েছেন প্রবাসী ব্যবসায়ী গ্লোবাল রিচ মালদ্বীপের চেয়ারম্যান সোহেল রানা।
জানুয়ারি মাসে ঢাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সিআইপি মনোনীত ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন।
১৭ ফেব্রুয়ারি মালদ্বীপ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে গ্লোবাল রিচ মালদ্বীপের চেয়ারম্যান সোহেল রানার অফিসে এসে মালদ্বীপের বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সোহেল রানাকে।
এ সময়ে শুভেচ্ছা জানিয়েছেন- মালদ্বীপ প্রবাসী জনক্যলাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া, ইয়েস বাংলা ব্যবসায়ী সমিতির মো. নুরুল আমিন (সাইফুল) প্রমুখ।
মালদ্বীপ প্রবাসী ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, প্রচার সম্পাদক ও প্রবাসী লেখক মোহাম্মদ মাহামুদুল (কালাম)।
যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের উদ্দেশে সিআইপি সোহেল রানা বলেন, আজ আমি সিআইপি মনোনীত হতে পেরেছি আপনাদের জন্যই। এ অবদান আপনাদের।
সোহেল রানা আরও ধন্যবাদ জানান- প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানসহ দূতালয়ের কর্মকর্তা-কর্মচারীদের।