জাতীয় দলের খেলা ছেড়ে ‘আইপিএল প্রেমে’ মত্ত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আইপিএলে ডাক পাওয়ায় দেশের হয়ে শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলবেন না তিনি।
দেশকে গুরুত্ব না দিয়ে আইপিএলকে অগ্রাধিকার দেওয়ায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছেন সাকিব। তীর্যক বিষবাক্যে বিদ্ধ হচ্ছেন এই তারকা অলরাউন্ডার।
এমন পরিস্থিতিতে সাকিবের পাশে দাঁড়িয়েছেন ভারতের ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।
তার মতে, টেস্ট ক্রিকেট থেকে ছুটি নিয়ে আইপিএলে খেলার সিদ্ধান্ত অযৌক্তিক নয় সাকিবের।
তিনি যুক্তি দেখান, আগামী দুই বছরে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। বিষয়টি বিবেচনায় রাখতে হবে। এছাড়া ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। এ বিষয়টিও হার্শার কাছে গুরুত্বপূর্ণ।
এক টুইটবার্তায় ভোগলে বলেন, ‘সাকিবই নন, আরও অনেকেই এখন দেশের হয়ে খেলার চেয়ে আইপিএলকেও বেছে নিচ্ছেন। সাকিব শ্রীলংকার বিপক্ষে টেস্ট না খেলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলবে। আগামী দুই বছরে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একটি ওয়ানডে বিশ্বকাপ আছে, তাই আইপিএলকে বেছে নেওয়ার সিদ্ধান্ত কঠিন হচ্ছে না।’
More people choosing to play the IPL over tests for their country. @Sah75official will play for @KKRiders instead of tests against Sri Lanka. With two T20 World Cups and a 50 over World Cup in the next two years, the priorities are becoming easier to articulate
— Harsha Bhogle (@bhogleharsha) February 19, 2021