1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

জোর করে সম্পত্তি আদায়ের চেষ্টায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

জোর করে সম্পত্তি আদায়ের চেষ্টার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েলসহ এক ইউপি সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি তাদের বরখাস্তের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, গত বুধবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আবু জাফর রিপনে স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলার বারিক বাজারের হেরাজউদ্দিনের ছেলে আসামুদ্দিনের কাছ থেকে জোর করে সম্পত্তি আদায়ের জন্য ব্যাংকের চেকের পাঁচটি পাতা ও কয়েকটি নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগে মামলা হয়ে ইউপ চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েলে বিরুদ্ধে। এ মামলায় গ্রেফতার হন তিনি।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক তদন্ত করে ইউপি চেয়ারম্যান ও সদস্যের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে সুপারিশ করেন। যার প্রেক্ষিতে গত বুধবার (১০ ফেব্রুয়ারি) চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল ও ৫ নম্বর ওয়ার্ড সদস্য জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টার করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব