1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

বানরের দল নিয়ে গেল যমজ দুই বোন, একজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

ভারতে বানরের দলের হাতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার তামিলনাড়ুর তাঞ্জাবুর শহরে এ ঘটনা ঘটে। বানরের দল ঘরের ছাদের টালি খুলে ঢুকে দুই যমজ শিশুকে তুলে নিয়ে যায়। এদের মধ্যে একটি শিশুকে উদ্ধার করা গেলেও অন্য শিশুটি মারা যায়। খবর আনন্দবাজার পত্রিকার।

শিশু দুটির মা ভুবনেশ্বরী জানিয়েছেন, দুই মেয়েকে ঘুম পাড়িয়ে বাসার কাজে হাত দিয়েছিলেন তিনি। হঠাৎ বাড়ির ছাদে বানরের দল এসে হাজির হয়। এলোপাতাড়ি টালি খুলতে শুরু করে তারা। তাতে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করেন ভুবনেশ্বরী। কিন্তু আশপাশের লোকজন ছুটে আসার আগে দুই ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে চম্পট দেয় বানরের দল।

বিষয়টি জানাজানি হলে শিশু দুটির খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়। প্রতিবেশীদের সহযোগিতায় এলাকার একটি বাড়ির ছাদ থেকে ভুবনেশ্বরীর এক মেয়েকে উদ্ধার করা হয়। কিন্তু দ্বিতীয়জনের খোঁজ তখনো পাওয়া যায়নি।

অনেক খোঁজাখুঁজির পর এলাকার একটি জলাশয়ে অন্য শিশুটির দেহ মেলে। লোকজন সঙ্গে সঙ্গে এক চিকিৎসককে ডেকে আনেন। কিন্তু তিনি শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে খবরে জানা গেছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব