1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন

মুহিনের নতুন গান ‘টুনটুনা টুন টুন’

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

কণ্ঠশিল্পী হিসেবে পরিচিতি এবং জনপ্রিয়তা দুটো পেলেও সংগীত পরিচালক হিসেবেও কাজ করছেন মুহিন খান। এ ক্লোজআপ ওয়ান তারকা গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন।

সে ধারাবাহিকতায় ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি করেছেন নতুন গান। নাম ‘টুনটুনা টুন টুন’।

এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে। মুহিনের কণ্ঠে গানের কথা ও সুর করেছেন হানিফ আহমেদ।

মিউজিক ভিডিওতে মুহিনের সঙ্গে দেখা যাবে লাজকু ও হানিফ আহমেদকে।

গানটি প্রসঙ্গে মুহিন বলেন, ‘চেষ্টা করেছি গতানুগতিক ধারার বাইরে গিয়ে একটি গান তৈরি করতে। খানিকটা রিদমিক ডিজে ফিউশন টাইপের গান এটা। গানটি শ্রোতাদের মুগ্ধ করবে। সেইসঙ্গে এর ভিডিওটিও দৃষ্টিনন্দন হয়েছে। আশা করছি উপভোগ্য হবে সবার কাছে।’

প্রসঙ্গত, ২০০৬ সালের ক্লোজআপ ওয়ান-তোমাকেই খোঁজছে বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় বিজয়ী হয়ে গানের ভুবনে যাত্রা শুরু করেন মুহিন খান। সংগীতার ব্যানারে তার প্রথম অ্যালবাম মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। নাম ছিলো ‘তোমার জন্য।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব