1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ অপরাহ্ন

লাল কাপড় ওড়ানোয় থামল ট্রেন, বড় বিপদ থেকে বাঁচল যাত্রীরা

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী ট্রেন নীলসাগর এক্সপ্রেস। আজ শনিবার বেলা ১১টার দিকে পথচারীদের ওড়ানো লাল কাপড় দেখে ট্রেনটি থেমে যায়। এর ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।

স্থানীয় রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে উল্লাপাড়া রেলস্টেশন থেকে ৪০০ গজ পূর্বে রেলসেতুর পশ্চিম পাশে রেললাইনে ফাটল দেখেন এক যুবক। তিনি বিষয়টি পাশের গ্রামের সাদ্দাম ও ওমর ফারুক নামের দুজনকে জানান। পরে তাঁরা রেলপথে লাল কাপড় টাঙিয়ে দেন এবং দ্রুত উল্লাপাড়া রেলওয়ের স্টেশনমাস্টার রফিকুল ইসলামকে জানান। দূর থেকে লাল কাপড় টাঙানো দেখে ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে ফেলেন। এ সময় ওই ট্রেনে তিন শতাধিক যাত্রী ছিলেন।

এ বিষয়ে স্টেশনমাস্টার রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলের পাশেই রেলপথ সংস্কারের কাজ করছিলেন কর্মীরা। ট্রেন থামার সঙ্গে সঙ্গে সেখান থেকে কর্মীরা এসে দ্রুত রেলপথ মেরামত করেন। এ ঘটনায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব