1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন

আবারো বায়োপিকে আমির!

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

বড় পর্দায় বিশ্বনাথন আনন্দ হিসেবে আমির খানই সেরা পছন্দ নির্মাতাদের। গ্র্যান্ডমাস্টার আনন্দকে নিয়ে বায়োপিকের ঘোষণা করা হয়েছে গত ডিসেম্বরে, যা পরিচালনা করবেন আনন্দ এল রাই। সিনেমাটির সহ-প্রযোজনা করবেন মহাবীর জৈন। তিনি জানিয়েছেন, এই সিনেমার জন্য আমিরের কথা চিন্তাভাবনা করেছেন তারা। তবে কাগজে-কলমে এখনও প্রস্তাব যায়নি আমিরের কাছে।

এর আগে মঙ্গল পাণ্ডে, মহাবীর সিংহ ফোগতের মতো একাধিক চরিত্র পর্দায় ফুটিয়ে তুলেছেন আমির। তিনি দাবা খেলায়ও পটু। এর আগে বিশ্বনাথন আনন্দের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলতে দেখা গিয়েছিল আমিরকে। ম্যাচের পর আমিরের প্রশংসাও করেছিলেন আনন্দ। এই বায়োপিক তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট, তাই কাস্টিংয়ে কোনও ফাঁক রাখতে চাইছেন না নির্মাতারা।

আপাতত সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। শেষ পর্যন্ত আমির এই সিনেমায় অভিনয় করতে পারবেন কি না এই নিয়ে কথা হচ্ছে।

সূত্র: আনন্দবাজার

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব