রাজধানীর রামপুরা কাঁচা বাজারের সামনে দুই বাসের চাপায় নাজমুল (১৭) নামে আরেক বাসের কন্ডাক্টর নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমুল রাঈদা পরিবহনের একটি বাসের কন্ডাক্টর ছিলেন।
ওই বাসের চালক আব্দুল জলিল হাওলাদার বলেন, উত্তরা থেকে পোস্তগোলা যাওয়ার সময় আমার বাসের কন্ডাক্টর নাজমুল চলন্ত অবস্থায় বাস থেকে দৌড়ে নেমে বাঁ পাশের দিকে যাচ্ছিল।
এ সময় বাঁয়ে থাকা আরেকটি বাসের সামনের পড়ে সে। বাসটির চালক দ্রুত থামানোর চেষ্টা করেন। কিন্তু সামনে ছিল ধীরগতির হামিম পরিবহনের আরেকটি বাস। এতে ওই বাসটি হামিম পরিবহনের বাসটির পেছন গিয়ে ধাক্কা লাগিয়ে দেয়। দুই বাসের মাঝে চাপা পড়েন নাজমুল।
তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চালক জলিল জানান, নিহত নাজমুল কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার উদিয়ার পার গ্রামের শমসের মিয়ার ছেলে। কাজের সুবাদে তিনি সায়দাবাদে এক পরিবারের সঙ্গে থাকতেন। নিহতের বাবা পেশায় সিএনজি অটোরিকশা চালক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।