কুমিল্লা থেকে ঢাকা চলাচলের জন্য বেশ কয়েকটি পরিবহনের বিলাসবহুল বাস থাকলেও চট্টগ্রাম ও কক্সবাজার রুটে এমন বাস ছিলো না। তবে এবার প্রথম কুমিল্লা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বিলাসবহুল বাস সার্ভিস চালু করেছে রয়েল কোচ পরিবহন। বেশ কয়েক বছর ধরে পরিবহনটি কুমিল্লা-ঢাকা রুটে যাত্রীদের বিলাসবহুল বাসে চলাচলের সেবা দিয়ে আসছে। এটি তাদের নতুন সংযোজন।
সোমবার কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুরস্থ রয়েল কোচ পরিবহনের নতুন কাউন্টারে ওই রুটে বাস চলাচলের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। রয়েল কোচ পরিবহনের স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি, দুর্গাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, কুমিল্লার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিলো চট্টগ্রাম ও কক্সবাজার রুটে একটি বিলাসবহুল বাস সার্ভিস চালু হোক। দীর্ঘদিন পর মানুষের সেই প্রত্যাশা পূরণ করেছে রয়েল কোচ পরিবহন। এখন থেকে কুমিল্লা মানুষরা এই পরিবহনের মাধ্যমে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বিলাসবহুল বাসে করে চলাচল করতে পারবেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন