1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন

খুঁটিতেই ঝুলে ছিল বিদ্যুৎশ্রমিকের মরদেহ

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

সাতক্ষীরার মিলবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান ভুট্টো নামের এক বিদ্যুৎশ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর গাইবান্ধা জেলার সদুল্যাপুর উপজেলার দামুদার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বিদ্যুতের লাইন মেরামতের জন্য খুঁটিতে উঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরে আগুন ধরে যায়। পরে সেখানেই ঝুলে ছিল তার মরদেহ। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে খুঁটি থেকে মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে জানা যায়, বিদ্যুৎ বিভাগের লাইন মেরামতের জন্য নিয়োগকৃত ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ বিভাগের কাছে একটি ফিডার বন্ধ করার কথা বলে অন্য ফিডারের খুঁটিতে তোলা হয় শ্রমিক হাবিবুরকে। তারে বিদ্যুৎ নেই ভেবে স্বাভাবিকভাবেই কাজ করছিল হাবিব।

এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনার পর পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব