1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

দুমকিতে কভিড ১৯ টিকা প্রদান শুরু

সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
  • রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

সারাদেশের ন্যায় পটুয়াখালীর দুমকিতে আনুষ্ঠানিক ভাবে করোনা ভাইরাস (কভিড ১৯) প্রতিষেধক টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন’র সভাপতিত্বে আয়োজিত সভা শেষে টিকা প্রদান কার্যক্রমের সূচনা করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেষ্ঠ্যতম অধ্যাপক ও ডীন আ.ক.ম মোস্তফা জামান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ, সরকারি জনতা কলেজ অধ্যক্ষ (অব:) মাজেদা বেগম, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম সালাম, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান বিশেষ অতিথি ছিলেন। স্থানীয় শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের অন্যান্য প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রদান ইউনিটে প্রথম পর্যায়ের নিবন্ধিত স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারি ও শিক্ষক প্রতিনিধির ৪জনকে টিকা প্রদানের মধ্যে দিকে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষত স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যকর্মী মো. বশির উদ্দিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান মুন্সী, সাংবাদিক মো: মজিবুর রহমান, শিক্ষক অধ্যাপক আ.ক.ম মোস্তফা জামানকে টিকা প্রদানের পর ৩০মিনিট নিবির পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেয়া হয়। এ উপজেলায় প্রথম ধাপে ১হাজার ১শ’জনকে টিকা প্রদান করা হবে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব