1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২০ অপরাহ্ন

বগুড়ায় মুরগির খামারে লিফট ছিঁড়ে ২ শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাত তলা একটি মুরগির খামারে লিফটের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

উপজেলার সাজাপুরে তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বুধবার দুপুর তারা নিহত হন বলে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।

নিহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার নারায়ণ চন্দ্র (২৫) ও রশিদুল ইসলাম (২০)।

আলমগীর হোসেন নামে প্রতিষ্ঠানটির একজন ফ্লোর ইনচার্জ বলেন, “নারায়ণ ও রশিদুল লিফটে করে মুরগির খাবার নিয়ে সাত তলায় যাচ্ছিলেন। ছয় তলায় পৌঁছালে লিফটের তার ছিঁড়ে যায়। লিফটি মাটিতে আছড়ে পড়ে। এতে ওই দুই শ্রমিক আহত হন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

পুলিশও একই তথ্য জানিয়েছে।

ওসি মামুন বলেন, “তার ছিঁড়ে লিফট নিচে পড়লে ওই দুই শ্রমিক আহত হন বলে পুলিশ জানতে পেরেছে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি বলে তিনি জানান।

 

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব