ত্বকের পাশাপাশি চুলের যত্নেও অতুলনীয় গ্লিসারিন। এটি চুল নরম রাখার পাশাপাশি বিভিন্নভাবে যত্ন নেয় চুলের।
আগা ফাটা রোধে
মূলত শুষ্কতার কারণেই চুলের আগা ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয়। শীতকালে এই সমস্যা আরও বেড়ে যায়। ভেজা চুলের আগায় সামান্য গ্লিসারিন লাগিয়ে নিন। চুল শুকিয়ে গেলেও চুলের ময়েশ্চার লেভেল বজায় থাকবে। ফলে ফাটবে না আগা।
ডিপ কন্ডিশনিং
চুলের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে গ্লিসারিন। শ্যাম্পু করার পর কন্ডিশনারের পরিবর্তে গ্লিসারিন চুলে লাগাতে পারেন। খানিকক্ষণ রেখে ধুয়ে ফেলুন। চুল হবে নরম ও ঝলমলে। লিভ-ইন কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারেন গ্লিসারিন।
খুশকি রুখতে
মাথার ত্বকের অতিরিক্ত শুষ্কতার কারণে দেখা দেয় খুশকি। অল্প পরিমাণে গ্লিসারিন হাতে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন চুলের গোড়ায়। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
হেয়ার স্প্রে হিসেবে
সমপরিমাণ পানি এবং গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখতে পারেন। চুল অতিরিক্ত রুক্ষ বা শুষ্ক মনে হলে এই মিশ্রণ চুলে স্প্রে করুন।