1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

ব্রাক্ষ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষকের ওপর হামলা, ভিডিও ভাইরাল

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

ব্রাক্ষ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক কামাল উদ্দিনকে (৫০) মারধর ও লাঞ্ছিত করেছে এক যুবক। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে ওই কলেজের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পর হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর রাতেই হামলার শিকার প্রভাষক আখাউড়া থানায় অভিযোগ করেছেন। তিনি পৌর শহরের রাধানগর কলেজপাড়ার মৃত আলাউদ্দিনের ছেলে। তবে এখনও অভিযোগটি মামলা হিসেবে রুজু হয়নি। এদিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন তারা।

লিখিত অভিযোগে কামাল উদ্দিন জানান, তিনি গত ২০ বছর ধরে আখাউড়া স্মৃতি ডিগ্রি কলেজে সমাজকর্ম বিভাগে শিক্ষকতা করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি কলেজের সামনে খাতা-কলমসহ একটি কনফেকশনার দোকান পরিচালনা করেন। সম্প্রতি তিনি রাধানগরের কলেজপাড়ার মৃত মুখলেছুর রহমানের ছেলে রাইদুর রহমানের বাড়ির পাশে আরেকটি ব্যবসায় প্রতিষ্ঠান খোলার চেষ্টা করেন। এই ঘটনায় রাইদুর তাকে দোকান করতে নিষেধ করে। তবে তিনি নিষেধ উপেক্ষা করে ব্যবসায় প্রতিষ্ঠান খোলার চেষ্টা অব্যাহত রাখেন। এই ঘটনার জেরেই রাইদুর দোকানে ঢুকে গালিগালাজ ও ভাঙচুর করে। এই সময় কামাল উদ্দিন চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে গিয়ে রাইদুরকে ফিরিয়ে নিয়ে যান। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ব্রাক্ষ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন জানান, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব