1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
ফসলি জমিতে রাজহাঁস যাওয়ায় ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২৫ - Dainik Deshbani
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ খবর
ড. ইউনূস সরকারের মেয়াদ ৫ বছর চেয়ে অনশনে ছাত্রলীগ নেতা এবার রেলিগেশনের স্বাদ পেলেন এমবাপ্পে ফুটবল জাদুকর মেসির স্বপ্ন ২০২৬ বিশ্বকাপ: ফিটনেসই এখন উপলক্ষ্য শাস্তি বাড়ছে ভুয়া মামলার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যাট-বলের লড়াই চায় বিসিবি আইন পাস করে ইসরায়েলিদের নিষিদ্ধ করল মালদ্বীপ ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত সেই যুবক আটক লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র! নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(NSI-র ) সাবেক ডিজি টিএম জোবায়েরের সীমাহীন দুর্নীতি: নিশ্চুপ দুদক। পাসপোর্ট বাতিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবহেলা সন্দেহজনক

ফসলি জমিতে রাজহাঁস যাওয়ায় ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফসলি জমিতে রাজহাঁস যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় বিশ দিন আগে রোশেনা বেগমের কয়েকটি রাজহাঁস ঘুজিয়াখাই গ্রামের জয়দর মিয়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে জয়দর মিয়া রোশেনা বেগমকে বাড়িতে গিয়ে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এর দুই দিন পর প্রতিশোধ নিতে রোশেনার লোকজন জয়দর মিয়াকে রাস্তায় একা পেয়ে মারধর করেন বলে আবারও অভিযোগ ওঠে। এরপর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ লেগে যায়। পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় দুই পক্ষ আপসে রাজি হয়।

রোশেনার পক্ষের দাবি, আপসের পরও জয়দর মিয়ার লোকজন রোশেনার পক্ষের সাইফ মিয়াকে মারধর করেন। এ ঘটনায় উভয় পক্ষই থানায় ও আদালতে মামলা করে।

সম্প্রতি ঈদ উপলক্ষ্যে দুই পক্ষের লোকজন বাড়িতে আসতে শুরু করে। আগের বিরোধের জের ধরে তারা নির্ধারিত সময়ের আগেই এলাকায় ফিরে আসেন।

আজ শুক্রবার জুমার নামাজের পর দুই পক্ষের লোকজন ঘোষণা দিয়ে কবরস্থানের পাশে খোলা মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা দুই ঘণ্টা সংঘর্ষ চলে।

এই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২৫ জন আহত হন। তবে আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ঘটনার বিষয়ে জানতে চাতলপাড় ফাঁড়ি পুলিশের ইনচার্জ রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মিয়া বলেন, জমিতে রাজহাঁস যাওয়াকে কেন্দ্র করে কিছুদিন আগেও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। এ নিয়ে থানায় ও আদালতে মামলা রয়েছে। আজ সেই পুরোনো ঘটনার জের ধরেই আবার সংঘর্ষ হয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব