1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
মা হলেন আথিয়া শেঠি - Dainik Deshbani
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ খবর
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(NSI-র ) সাবেক ডিজি টিএম জোবায়েরের সীমাহীন দুর্নীতি: নিশ্চুপ দুদক। পাসপোর্ট বাতিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবহেলা সন্দেহজনক রামপুরায় কফি হাউজে তরুণীকে মারধর, ম্যানেজারসহ দু’জন আটক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস আ.লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত আইপিএলে না খেলেই বিদায় নিলেন কিউই তারকা বেঙ্গল গ্রুপ চেয়ারম্যানের গ্রেফতার নিয়ে তদবির: প্রশাসনে চাপ ও বিভ্রান্তি, আইনের শাসন প্রশ্নবিদ্ধ শুল্কের কারণে পোশাক রপ্তানিতে ধাক্কা, অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি শেখ হাসিনা ফ্যাসিস্ট, আমি নিজেই ৬ বছর চাকরি বঞ্চিত ছিলাম: তুরিন কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

মা হলেন আথিয়া শেঠি

Maharaj Hossain
  • মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

গত বছরের নভেম্বরে আথিয়া শেঠি যখন একটি নোট শেয়ার করে তার গর্ভাবস্থার ঘোষণা দেন, তখন তার ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। সে সময় অভিনেত্রী বেবি বাম্প নিয়ে স্বামী কে এল রাহুলের সঙ্গে বেশকিছু ছবি শেয়ার করেন।

যেখানে তাদের সুন্দর মুহূর্ত কাটাতে দেখা যায়। অবশেষে অপেক্ষার প্রহর শেষে কন্যাসন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি। খবর: পিঙ্কভিলা

মঙ্গলবার (২৪ মার্চ) অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে ভক্তদেরকে এই খুশির সংবাদ জানান ।

সেই পোস্টটিতে অভিনেত্রী লিখেছেন, এক কন্যাসন্তানের আশীর্বাদপ্রাপ্ত হয়েছি। ২৪.০৩.২০২৫ আথিয়া ও রাহুল। এই পোস্টটি শেয়ার করার পরপরই ভক্তরা মন্তব্যের ঝড় তোলেন এবং ভালোবাসায় ভরিয়ে দেন। কেউ কেউ একে সবচেয়ে ভালো খবর বলেছেন, আবার কেউ আনন্দের ইমোজি পোস্ট করেছেন মন্তব্যের ঘরে।

এক ভক্ত মন্তব্যের ঘরে লিখেছেন, অভিনন্দন এবং আপনার আদরের ছোট্ট পরীর জন্য ভালোবাসা ও আশীর্বাদ। আরেকজন ভক্ত লিখেছেন, আমাদের নতুন বাবা-মাকে অভিনন্দন। আপনার ছোট্ট পরীর জন্য অনেক অনেক ভালোবাসা পাঠালাম।

তাদের কন্যাসন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের পাশাপাশি সেলিব্রিটিদের পক্ষ থেকেও ভালোবাসা এবং অভিনন্দনের ঢল নামে।

কিয়ারা আদভানি, শানায়া কাপুর এবং মীরা কাপুর ভালোবাসার ইমোজি দিয়ে তাদের আনন্দ প্রকাশ করেছেন। অন্যদিকে অর্জুন কাপুর মজার ছলে একটি বার্তা শেয়ার করে লিখেছেন, এসে গেছে, অভিনন্দন তোমাদের।

অভিনেত্রীদের মধ্যে অদিতি রাও হায়দারি, বাণী কাপুর, পরিণীতি চোপড়া, টাইগার শ্রফ, ভূমি পেড়নেকর, কল্যাণী প্রিয়দর্শন, কৃতি শ্যানন, মালাইকা অরোরা, ম্রুনাল ঠাকুর এবং ঈশা গুপ্তাও নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া বলিউডে তার অভিনয় জীবন শুরু করেন ‘হিরো’ সিনেমার মাধ্যমে। পরে মুবারাকান ও মতিচুর চাকনাচুর ছবিতেও অভিনয় করেন তিনি যা দর্শক মহলে বেশ প্রশংসিত।

আথিয়া শেঠি ও কে এল রাহুল দম্পতি ২০২৩ সালের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব