1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
মেসির নতুন মাইলফলক: ৩৬ দেশের জালে গোল - Dainik Deshbani
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন

মেসির নতুন মাইলফলক: ৩৬ দেশের জালে গোল

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ১৫ মার্চ, ২০২৫

লিওনেল মেসি মানেই রেকর্ড ভাঙা-গড়ার অবিচ্ছেদ্য গল্প। বৃহস্পতিবার রাতে ইন্টার মিয়ামির হয়ে তিনি আরও একটি রেকর্ড যুক্ত করলেন নিজের ক্যারিয়ারে। জামাইকার মাটিতে ক্যাভালিয়ারের বিপক্ষে গোল করে নতুন একটি দেশকে সংযোজন করলেন সেই তালিকায়, যেখানে তিনি গোলের স্বাদ পেয়েছেন।

এখন পর্যন্ত ২১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে মেসি ৩৬টি ভিন্ন দেশের মাটিতে গোল করেছেন। এই পরিসংখ্যানে তার ক্লাব এবং জাতীয় দলের হয়ে করা সব গোল অন্তর্ভুক্ত রয়েছে।

এই তালিকায় শীর্ষে রয়েছে স্পেন, যেখানে মেসি ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন বার্সেলোনার হয়ে। স্পেনের মাঠে তিনি করেছেন ৫৪৯ গোল, যা তার মোট ৮৫৩ গোলের প্রায় ৬৫%।

দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ইন্টার মিয়ামির হয়ে খেলতে এসে এবং আগের বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে তিনি এখন পর্যন্ত ৫৫ গোল করেছেন। বিশেষ করে, ২০১৬ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জয়ে তার ভূমিকা ছিল অনন্য।

তৃতীয় স্থানে রয়েছে তার মাতৃভূমি আর্জেন্টিনা, যেখানে শুধুমাত্র জাতীয় দলের হয়ে খেলেই তিনি ৩৫টি গোল করেছেন। যদিও কোনো আর্জেন্টাইন ক্লাবে তার খেলা হয়নি, জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্ব ও ২০১১ কোপা আমেরিকার মতো প্রতিযোগিতায় নিজের জাত চেনানোর সুযোগ পেয়েছেন।

বার্সেলোনার পর ফ্রান্সের পিএসজিতে দুই বছর খেলেছিলেন মেসি। যদিও সময়টা তার জন্য খুব সুখকর ছিল না, তবে গোলের ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। ফরাসি লিগে তার নামের পাশে যোগ হয়েছে ৩৪ গোল।

ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের হয়েও মেসি বিশ্বের নানা প্রান্তে আলো ছড়িয়েছেন। ব্রাজিলে তিনি করেছেন ৯ গোল, যা কোপা আমেরিকা ও বিশ্বকাপের ম্যাচগুলোতে এসেছে। একই সংখ্যক গোল তার রয়েছে ইংল্যান্ডের মাঠেও।

বিশেষ এক স্থান দখল করে আছে কাতার। ২০২২ বিশ্বকাপের স্মরণীয় শিরোপা জয়ের আসরেই সেখানে মেসি ৭টি গোল করেন, যা তার মোট ৮ গোলের মধ্যে অন্যতম।

বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা এই গোলের তালিকায় কিছু দেশ আছে, যেখানে মেসি একবারই গোল করেছেন। সর্বশেষ সংযোজন হলো জামাইকা, যেখানে ক্যাভালিয়ারের বিপক্ষে ইন্টার মিয়ামির হয়ে গোল করে ৩৬ নম্বর দেশ হিসেবে যুক্ত করলেন ক্যারিবীয় দ্বীপটিকে।

জামাইকার পাশাপাশি ডেনমার্ক, গ্রিস ও চীনের মাঠেও একবার করে গোল করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

মেসির ক্যারিয়ার যে শেষ প্রান্তে চলে এসেছে, তা হয়তো সত্যি। তবে তার গোলের ক্ষুধা এখনো মেটেনি। নতুন দেশে নতুন মাইলফলক গড়ার যাত্রা থামবে না বলেই মনে হয়। প্রশ্ন একটাই—এরপর কোন দেশে মেসির জাদু দেখা যাবে?

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব