1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন প্রবাসীরা - Dainik Deshbani
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন প্রবাসীরা

Maharaj Hossain
  • সোমবার, ১০ মার্চ, ২০২৫

আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে আগামী জাতীয় নির্বাচনে যারা প্রবাসে রয়েছেন তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে এর প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এ কথা জানানো হয়।

এর আগে, ইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৈঠক শেষে সারাহ কুক বলেন, ‘যুক্তরাজ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। আর এজন্য যেকোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে।’

আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলেও জানান ব্রিটিশ হাইকমিশনার।

সারাহ কুকের সঙ্গে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এছাড়াও তারা জানতে চেয়েছিলেন আমাদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে। তারা সহায়তা করতে চান। আমরা যা যা করছি, সেসব বিষয়ে জানানো হয়েছে তাদের।

অবজারভার রিভাইস করা হবে, এছাড়া কেনাকাটার ব‍্যাপার আছে  এসব কথা জানিয়ে ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের টাইমলাইন যাতে আমরা মিস না করি সেটাও বলা হয়েছে জানান তিনি।

সিইসি আরও বলেন, নির্বাচনে ও ভোটের জন্য পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব