গাজীপুর মহানগরের ডুয়েট গেট এলাকায় এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এরপর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ৬টা ৪৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।