চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সৈকত সংলগ্ন এলাকায় এক পুলিশ সদস্যের মোবাইল, ওয়াকিটকি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতে আউটার রিং রোড এলাকায় পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলীর কাছ থেকে ওয়াটকি, মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা সাইমন (২৭) ও আলী ইমাদ ওরফে তাফসির ইমাদ (২২) নামের দুজনকে আটকে গণধোলাই দিয়ে পুলিশে ধরিয়ে দেয়।
চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম একটি অনলাইন নিউজ পোর্টালকে বলেন, “আউটার রিং রোডের পাশে একটু নিচে মাদকসেবীরা মাদক সেবন করছে এমন সংবাদ জানিয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন আসে।
“ওই সংবাদের ভিত্তিতে ফোর্সসহ এসআই ইউসুফ আলী সেখানে গিয়েছিলেন। সড়কের বিপরীত পাশে হওয়ায় গাড়িসহ অন্য সদস্যরা ইউটার্ন নিয়ে আসতে গেলে তিনি সড়ক থেকে নেমে লোকালয়ের দিকে গিয়েছিলেন।”
পুলিশ কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, “তখন এসআই ইউসুফ আলীকে একা পেয়ে মাদকসেবীরা তাকে ভুয়া পুলিশ আখ্যায়িত করে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়।”
ওই ঘটনার পরের মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে এসআই ইউসুফ আলীকে কাঁদতে দেখা গেছে। ইউসুফ আলী স্থানীয়দের কাছে নিজের মোবাইল, ওয়াকিটকি ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার কথা বলছেন। ভিডিওতে তার গলার নিচে মারধরের দাগও দেখা গেছে।
চট্টগ্রাম নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এসআই ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য চিৎকার করেন। তখন সাইমন ও আলী ইমাদ তাকে মারধর করে ভুয়া পুলিশ আখ্যায়িত করে তাদের সঙ্গীয় দুষ্কুতিকারীদেরকে ঘটনাস্থলে জড়ো করে।
“এসময় আশপাশের লোকজন এগিয়ে আসে। তারা সাইমন ও আলী ইমাদকে ধরে ফেলে গণধোলাই দেয়। এসময় এই দু’জনের অন্য সহযোগীরা পালিয়ে যায়।”
স্থানীয়রা আটকদের কাছ থেকে এসআই ইউসুফ আলীর ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করে।
তারপর পতেঙ্গা সৈকত এলাকায় টহলরত পুলিশ সদস্যরা এগিয়ে এলে আটক দুজনকে তাদের হাতে তুলে দেয় স্থানীয়রা।