1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ হবে তো? - Dainik Deshbani
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ হবে তো?

Maharaj Hossain
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই দশা বাংলাদেশ ও আয়োজক পাকিস্তানের। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে গিয়ে মাত্র পাঁচ দিন টুর্নামেন্টে টিকেছে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে, ২৯ বছর পর ঘরের মাঠে ফেরা আইসিসির ইভেন্টে পাকিস্তান ইতোমধ্যে দর্শকের ভূমিকায়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্যত নিয়মরক্ষার ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার) দুই দল মুখোমুখি হবে। ব্যর্থতার টুর্নামেন্টের শেষটা জয় দিয়ে রাঙাতে চাইবে দুই দলই। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি হওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

রাওয়ালপিন্ডিতে একদিন আগেই অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। বিরূপ আবহাওয়ার কারণে কোনো বল মাঠে গড়ায়নি। একই মাঠে খেলবে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান। এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেলেও শেষটা অন্তত জয়ে রাঙাতে চাইবে দুই দলই। তবে আগামীকালকের রাওয়ালপিন্ডির আবহাওয়া আপডেট সমর্থকদের হতাশ করতে পারে।

অ্যাকুওয়েদারের রিপোর্ট বলছে,  এদিন রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ ৭৫ শতাংশ। আরেকটি রিপোর্ট বলছে, স্থানীয় সময় বেলা দুইটায় ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা ৬৪ শতাংশ, যা পরে ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

বৃহস্পতিবার দুপুর থেকেই বৃষ্টির জোর শঙ্কা রয়েছে। ম্যাচ শুরুর সময় অর্থাৎ বিকেল তিনটার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিকেল ৫টার দিকে বৃষ্টি আরও বাড়তে পারে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব