দেশের অন্যতম পর্যটন স্থান রাঙামাটির সাজেকের রুইলুই পাড়ায় ভয়াবহ আগুন লেগেছে। আগুনে বেশি কয়েকটি কটেজ-রেস্তোরাঁ পুড়ে ইতোমধ্যে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে যাচ্ছে ফায়ার সার্ভিস।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। রুইলুই পাড়ায় অবস্থিত মনটানা রেস্তোরাঁসহ আশপাশে আগুন ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে রওনা হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি। দীঘিনালা থেকে সাজেকের দূরত্ব ৪৪ কিলোমিটার। উঁচু পাহাড়ি রাস্তায় এই পথের সময়ের দূরত্ব প্রায় দেড় ঘণ্টা। ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগ পর্যন্ত স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মনটানা রেস্তোরাঁ ও সাজেক ইকো ভ্যালি রিসোর্ট আগুনে পুড়েছে গেছে। পাশের কটেজগুলোতেও আগুন ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা আগুন লক্ষ্য করে একের পর এক পানির বোতল ছুড়ে মারছেন।
এদিকে আতঙ্কে অনেক পর্যটক কটেজগুলো থেকে বের হয়ে বাইরে অবস্থান নিয়েছেন। তাদের অনেককেই আগুন নেভানোর চেষ্টায় দেখা গেছে। সাজেক ভ্যালিতে থাকা সেনা ক্যাম্পের সদস্যরা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছেন।