1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখার যে ব্যাখ্যা দিল পিসিবি - Dainik Deshbani
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখার যে ব্যাখ্যা দিল পিসিবি

Maharaj Hossain
  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ উপলক্ষে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে অংশগ্রহণকারী দলগুলোর পতাকা টানানো হলেও সেখানে ভারতের পতাকা অনুপস্থিত থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক ছড়িয়ে পড়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দ্রুতই এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে জানিয়েছে যে, শুধুমাত্র পাকিস্তানে খেলা দলগুলোর পতাকাই স্টেডিয়ামে উত্তোলন করা হয়েছে।

পিসিবির এক কর্মকর্তা আইএএনএস-কে জানিয়েছেন, ‘আপনারা জানেন, ভারত পাকিস্তানে খেলতে আসছে না। তারা দুবাইতে তাদের ম্যাচ খেলবে। করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরের স্টেডিয়ামগুলোতে শুধুমাত্র সেইসব দেশের পতাকা উত্তোলন করা হয়েছে, যারা এখানে ম্যাচ খেলবে।

তিনি আরও জানান, ‘শুধু ভারত নয়, বাংলাদেশ দলও এখনো পাকিস্তানে পৌঁছায়নি এবং তারা প্রথম ম্যাচ খেলবে দুবাইতে ভারতের বিপক্ষে। তাই তাদের পতাকাও স্টেডিয়ামে তোলা হয়নি। অন্যদিকে, যেসব দল পাকিস্তানে খেলতে এসেছে, তাদের পতাকা সেখানে উত্তোলন করা হয়েছে।’

একটি ভিডিওতে দেখা যায়, করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলের পতাকা শোভা পাচ্ছে, তবে ভারতীয় পতাকা নেই। ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব না হলেও এটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ক্রিকেট ভক্তদের মধ্যে আলোচনা সৃষ্টি করে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য হাইব্রিড মডেল গ্রহণ করেছে, যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইতে। অন্যদিকে, পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি শহরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে সব দলের অধিনায়কদের ছবি ও পতাকা সম্বলিত ব্যানারও টানানো হয়েছে।

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ী পাকিস্তান এবার স্বাগতিক দেশ হিসেবে প্রথমবারের মতো আইসিসির কোনো বড় টুর্নামেন্ট আয়োজন করছে। ১৯৯৬ সালের বিশ্বকাপের পর এটাই হবে পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম আইসিসি ইভেন্ট, যা দেশটির ক্রিকেট ভক্তদের জন্য বিশেষ এক উপলক্ষ।

পিসিবির ব্যাখ্যার পরও বিতর্ক পুরোপুরি থামেনি, তবে কর্তৃপক্ষ বলছে, ‘আয়োজন সফল করাই এখন আমাদের মূল লক্ষ্য।’

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব