নাটোরে সাবেক এক ছাত্রদল নেতাকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে জেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধারাবাড়িষা উচ্চবিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। আবু সাঈদ গুরুদাসপুরের উদবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাঈদ ফেসবুকে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আবু হেনা মোস্তফা কামালকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেন। এতে ক্ষুব্ধ হয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজের চার অনুসারী সোমবার সন্ধ্যায় তাকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শারমিন সুলতানা জানান, আবু সাঈদের শরীরে কালশিরা ফোলা ও জখম নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা আবদুল আজিজ বলেন, ‘আবু সাঈদ ফেসবুকে আমার বিরুদ্ধে নানা ধরনের কটূক্তিমূলক লেখালেখি করেন। সোমবার রাতে এতে ক্ষুব্ধ হয়ে আমার কিছু অনুসারী তাকে নিষেধ করতে গেলে হাতাহাতি হয়। এসময় আমার লোকজনও আহত হয়েছেন।’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘সোমবার রাতে আবু সাঈদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এটি তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’
প্রসঙ্গত, নাটোর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আবু হেনা মোস্তফা কামাল নাটোর-৪ (গুরুদাসপুর) আসনের প্রয়াত সংসদ সদস্য মোজাম্মেল হকের ছেলে। তার সঙ্গে যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজের দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে।