1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
এবার মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের - Dainik Deshbani
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ খবর
আ.লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার : প্রেস সচিব অনলাইনে মামলা দায়ের পদ্ধতি চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেডিকেলে ভর্তি কার্যক্রম স্থগিত লোকজনকে অতিষ্ঠ করে ফেলছে তিতুমীরের শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে ফাঁকা গুলি, পরে টেন্ডার বাক্স লুট এবার মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলন দমাতে গুলি চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে: রিজভী স্কুলছাত্রীকে ‘হাত-পা বেঁধে ধর্ষণের পর হত্যা’, লাশ ফেলা হয় হাতিরঝিলে সিলেটের র‍্যাংগস ইলেকট্রনিক্সের ফ্যাক্টরির উদ্বোধন বাঁশ ফেলে মহাখালী-গুলশান রোড অবরোধ করেছেন তিতুমীর শিক্ষার্থীরা

এবার মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

Maharaj Hossain
  • সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে সড়ক অবরোধের পাশাপাশি রেলপথও অবরোধ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

সোমবার বিকাল পৌনে ৪টার দিকে মহাখালীতে রেলপথ আটকিয়ে তারা ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা কলেজের মূল ফটকের সামনে বাঁশ ফেলে সড়ক অবরোধ করেন।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দাবিতে মঙ্গলবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পরদিন বিকাল থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ লেখা ব্যানার টাঙিয়ে কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। আর বৃহস্পতিবার থেকে বিরতি দিয়ে চলছে সড়ক অবরোধ কর্মসূচি।

আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্যর’ সাত দফার মধ্যে রয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ; ‘বিশ্ববিদ্যালয়’প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা এবং শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা কিংবা শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করা।

এদিকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে ‘বিশেষ বিবেচনা করিনি’ বলে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার এবং প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর কমিশন গঠনে ‘বাধা দেওয়ার’ অভিযোগ তুলে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব