1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
কুবিতে অর্থনীতি বিভাগের ‘ইকোনমিকস ফেস্ট-২০২৫’ উদযাপিত - Dainik Deshbani
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

কুবিতে অর্থনীতি বিভাগের ‘ইকোনমিকস ফেস্ট-২০২৫’ উদযাপিত

Maharaj Hossain
  • বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের উদ্যোগে উদযাপিত হলো ‘ইকোনমিকস ফেস্ট-২০২৫’। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়। র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ব্যাডমিন্টন কোর্টে শেষ হয়। পরে কেক কাটার মাধ্যমে ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন পর্ব শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি পরিচালনা করেন সাবনীন হোসেন তানহা ও নাজমুস সাকিব। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, এবং অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম। সভাপতিত্ব করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোছা. আশিকা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোঃ হায়দার আলী বলেন, “ইকোনমিকস বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিভাগ। তোমাদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে। যারা আজ এখানে নবীন বা বিদায়ী শিক্ষার্থী হিসেবে আছো, তোমরা একদিন দেশের নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্বে পরিণত হবে। সবার জন্য শুভকামনা রইল।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও শুভকামনা। আজকের দিনটি বিদায়ের নয়; এটি জীবনের একটি অধ্যায় সমাপ্তি। তোমরা ভবিষ্যতের নেতৃত্ব। নিজেদের যোগ্যতায় দেশকে সমৃদ্ধ করবে।”
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যতগুলো ডিপার্টমেন্ট আছে ইকোনমিকস প্রাণোজ্জ্বল ডিপার্টমেন্ট। আমি নবীন ও প্রবীন শিক্ষার্থীদের বলছি তোমাদের পরিচয় একটাই তোমরা ইকোনমিকস এর শিক্ষার্থী, তোমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তোমরা কুবিয়ান, এটা তোমাদের বড় পরিচয়। আমরা সবাই মিলেমিশে কাজ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব। তোমাদের সবার জন্য শুভকামনা।’

অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, “অর্থনীতি বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিভাগগুলোর মধ্যে অন্যতম। আমাদের শিক্ষার্থীরা দেশ-বিদেশে সাফল্যের স্বাক্ষর রেখেছে। আজকের বিদায়ী শিক্ষার্থীরাও এ ধারা অব্যাহত রাখবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানে ইকোনমিকস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাওন বলেন, “বিদায় মানে স্থান পরিবর্তন। আমাদের সাথে দীর্ঘ পথচলার স্মৃতিগুলো অমূল্য। বিদায়ী শিক্ষার্থীরা নিজেদের স্বপ্ন পূরণ করবে এবং বিভাগের গৌরব বৃদ্ধি করবে।”

অনুষ্ঠানের শেষে সন্ধ্যায় মুক্তমঞ্চে মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

এই উৎসবটি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে বন্ধন তৈরি এবং বিদায় নেওয়া শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব