গ্রামের যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছে তামাই ক্লাব লিমিটেড।
শুক্রবার (২২ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার তামাই গ্রামে এই খেলার উদ্বোধন করা হয়। এতে গ্রামের কয়েক শত যুবক অংশ নেয়।
এই ক্লাবের অন্যতম উদ্যোক্তা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের এপিএস-২ রিশাদ মোর্শেদ বলেন, করোনা মহামারির সময়েও আমরা তাঁত শ্রমিকদের তিন হাজার পরিবারের মাঝে খাবার দিয়েছি। চলতি শীত মৌসুমে কয়েকশত শ্রমিক ও গ্রামবাসীর মাঝে কম্বল বিতরণ করেছেন। এখন গ্রামের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এলাকায় ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তারা মাদকের ছোবল থেকে মুক্তি পাবে।
তামাই ক্লাব লিমিটেড আয়োজিত ব্যাডমিন্টন খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফজলার রহমান তালুকদার।
এতে আরও উপস্থিত ছিলেন- শিল্পপতি আলী আকবর খান বাদল, তামাই ক্লাব লিমিটেডের উপদেষ্টা জাহিদ হাসান দিপুল প্রমুখ।