কাজাখস্তানে ৬৭ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আজারবাইজান এয়ারলাইন্স পরিচালিত বিমানটি আক্তাউ শহরের কাছে বিধ্বস্ত হওয়ার সময় আগুন ধরে যায়। তবে পরে আগুন নিভিয়ে ফেলা হয়।
কাজাখস্তানের জরুরি মন্ত্রণালয়ের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক রিপোর্টে কিছু যাত্রী জীবিত থাকার খবর পাওয়া গেছে। তবে বিমান দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিমানে সর্বমোট ৬৭ জন যাত্রী ছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, প্লেনটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিলো। তবে ঘন কুয়াশার কারণে এটি বিকল্প রুটে চলছিল এবং সে সময় দুর্ঘটনার কবলে পড়ে।