1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
ব্রিটিশ মিষ্টান্ন ক্রিসমাস মিন্স পাই হতে পারে বড়দিনের প্রিয় ডেজার্ট - Dainik Deshbani
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ খবর
কোন ডিমে পুষ্টি বেশি? কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার আফ্রিকায় টেস্ট বাদ দিয়ে আফ্রিদি বিপিএলে কেন নতুন বছরের শুরুতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া আগামী ৩ দিন কেমন থাকবে তাপমাত্রা জানালো আবহাওয়া অফিস আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫ কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত, কিছু যাত্রী জীবিত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় পুরো রাষ্ট্রযন্ত্রের ওপর অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়নি: মান্না খ্রিষ্ট ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন – তারেক রহমান ব্রিটিশ মিষ্টান্ন ক্রিসমাস মিন্স পাই হতে পারে বড়দিনের প্রিয় ডেজার্ট

ব্রিটিশ মিষ্টান্ন ক্রিসমাস মিন্স পাই হতে পারে বড়দিনের প্রিয় ডেজার্ট

Maharaj Hossain
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

মিন্স মিটের উপকরণঃ কিশমিশ আধা কাপ, কুচি করা আপেল ১টি (ছোট), মোরব্বা বা ক্যান্ডিড ফল সিকি কাপ, বাদামগুঁড়া কাপ এর এক চতুর্থাংশ , বাদামি বা সাদা চিনি কাপ এর এক চতুর্থাংশ, লেবুর রস ১ টেবিল চামচ, লেবুর খোসাকুচি ১ চা-চামচ, দারুচিনিগুঁড়া ১ চা-চামচ, এলাচিগুঁড়া আধা চা-চামচ ও জায়ফলগুঁড়া চা-চামচ এর এক চতুর্থাংশ।

মিন্স মিট তৈরির প্রণালিঃ একটি পাত্রে কিশমিশ, কুচি করা আপেল, মোরব্বা, বাদাম, চিনি, লেবুর রস ও লেবুর খোসাকুচি দিন। এর সঙ্গে দারুচিনি, এলাচি ও জায়ফলগুঁড়া মেশান। সবকিছু ভালোভাবে মিশিয়ে একটি সিল করা পাত্রে রাখুন। কমপক্ষে ১ থেকে ২ ঘণ্টা বা সারা রাত রেখে দিন।

পেস্ট্রির উপকরণঃ ময়দা ২ কাপ, ছোট ছোট টুকরা করা মাখন ১ কাপ, চিনি কাপ এর এক চতুর্থাংশ, ঠান্ডা পানি ৪ টেবিল চামচ।

প্রণালিঃ পেস্ট্রি তৈরির জন্য ময়দা ও চিনি একটি পাত্রে মিশিয়ে নিন। মাখন দিয়ে হাত দিয়ে মিশিয়ে ঝুরঝুরে মিশ্রণ তৈরি করুন। একটু একটু করে ঠান্ডা পানি যোগ করে ময়দা মাখুন । ময়দা মাখানো শেষ হলে পলিথিনে মুড়ে ফ্রিজে রাখুন ৩০ মিনিট।

পাই তৈরি করার জন্য ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করুন।
ময়দাটি ফ্রিজ থেকে বের করে পাতলা করে বেলে নিন। কাপকেক ট্রেটিতে তেল ব্রাশ করে নিন। এতে ময়দা দিয়ে পাইয়ের শেল তৈরি করুন। প্রতিটি শেলে ১ থেকে ২ টেবিল চামচ মিন্সমিট ভরাট করুন। বাকি ময়দা থেকে পাইয়ের ঢাকনা তৈরি করে শেলের ওপর ঢেকে দিন এবং প্রান্ত সিল করে দিন। ওপরে হালকা দুধ বা ডিম ব্রাশ করুন। পাইগুলো ওভেনে ২০ থেকে ২৫ মিনিট বা সোনালি রং না হওয়া পর্যন্ত বেক করুন। ওভেন থেকে নামিয়ে নিন। ঠান্ডা হলে ওপরে আইসিং সুগার গুঁড়া করে পরিবেশন করুন। এর সঙ্গে কাস্টার্ড বা আইসক্রিম দিলেও দারুণ লাগে।

রেসিপি: অনলাইন
শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব