1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন
সর্বশেষ খবর
কোন ডিমে পুষ্টি বেশি? কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার আফ্রিকায় টেস্ট বাদ দিয়ে আফ্রিদি বিপিএলে কেন নতুন বছরের শুরুতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া আগামী ৩ দিন কেমন থাকবে তাপমাত্রা জানালো আবহাওয়া অফিস আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫ কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত, কিছু যাত্রী জীবিত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় পুরো রাষ্ট্রযন্ত্রের ওপর অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়নি: মান্না খ্রিষ্ট ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন – তারেক রহমান ব্রিটিশ মিষ্টান্ন ক্রিসমাস মিন্স পাই হতে পারে বড়দিনের প্রিয় ডেজার্ট

রাহাত ফতেহ আলী খান গাইলেন রুনা লায়লার সুরে গাওয়া বাংলা গান

Maharaj Hossain
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ঢাকার মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মঞ্চে গতকাল সোমবার সন্ধ্যায় গেয়েছেন রাহাত ফতেহ আলী খান। রাত ৯টায় মঞ্চে উঠে চিরচেনারূপে পাকিস্তানি এই সংগীতশিল্পী বলেন, ভালোবাসা বাংলাদেশ। প্রথমবার বিপিএলে গাইতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিপিএলের সব দলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা।

বাংলাদেশে দ্বিতীয় দিনের মতো গাইলেন পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। এদিন তিনি অন্য গানের সঙ্গে গেয়েছেন উপমহাদেশের সংগীতের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সুরে গাওয়া বাংলা গানটিও। রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে “ভালোবাসা আমার পর হয়েছে” শিরোনামের বাংলা গানটি শুনে স্টেডিয়ামের আগত দর্শক শ্রোতারা চমকে যান।

‘আল্লাহ হু’ গান দিয়ে শুরু করে একে একে গাইলেন তাঁর পছন্দের অন্য সব গানও। গেয়েছেন নুসরাত ফতেহ আলী খানের ‘সানু এক পাল চেইন’ গানটি। এরপর গেয়েছেন ‘খুদা অর মহব্বত’। এ গানটি শেষ করে রাহাত ফতেহ আলী বলেন, এবার আমি বাংলাদেশের গান গাইব। দুই দেশের জনপ্রিয় শিল্পী রুনা লায়লার সুরে কবির বকুলের লেখা ‘ভালোবাসা আমার পর হয়েছে’ গানটি শোনাব। রাহাত ফতেহ আলীর কাছ থেকে রুনা লায়লার মতো কিংবদন্তি বাংলাদেশি শিল্পীর সুরের গান করার ঘোষণা শুনেই স্টেডিয়ামে আগত দর্শক–শ্রোতারা করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানান।

শীতের রাতে বিপিএলের উদ্বোধনী মঞ্চে টানা দুই ঘণ্টা গান গেয়ে শুনিয়েছেন রাহাত ফতেহ আলী খান। এদিকে রুনা লায়লা সম্পর্কে রাহাত ফতেহ আলী খান তাঁর অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে বলেছেন, রুনা লায়লাজি হচ্ছেন অসাধারণ একজন কিংবদন্তি। বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশে তাঁর তুমুল জনপ্রিয়তা আছে। আমি তাঁকে খুব সম্মান করি, শ্রদ্ধা করি। আমি রুনা লায়লাজির সুরে একটি বাংলা গান গেয়েছি, রাজা কাশিফের সংগীতায়োজনে। আর বাংলা যে উচ্চারণ তা রুনা লায়লাজি আমাকে শিখিয়েছেন। ঠিক করে দিয়েছেন। এসব আমার জীবনের সুন্দর অনুভূতি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব