1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ খবর
কোন ডিমে পুষ্টি বেশি? কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার আফ্রিকায় টেস্ট বাদ দিয়ে আফ্রিদি বিপিএলে কেন নতুন বছরের শুরুতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া আগামী ৩ দিন কেমন থাকবে তাপমাত্রা জানালো আবহাওয়া অফিস আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫ কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত, কিছু যাত্রী জীবিত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় পুরো রাষ্ট্রযন্ত্রের ওপর অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়নি: মান্না খ্রিষ্ট ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন – তারেক রহমান ব্রিটিশ মিষ্টান্ন ক্রিসমাস মিন্স পাই হতে পারে বড়দিনের প্রিয় ডেজার্ট

উত্তর কোরিয়ার কার্যকলাপে আতঙ্কিত জেলেনস্কি

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়ছে উত্তর কোরিয়ার সেনা। তাদের অগ্রবর্তী দল ইতিমধ্যে বড় ধরনের অভিযানেও অংশ নিয়েছে এবং ঘটেছে হতাহতের ঘটনা। এ নিয়ে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রের উদ্বিগ্নতার মধ্যেই নতুন তথ্য এলো। সেই তথ্যে আতঙ্কিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) জেলেনস্কি দাবি করেছেন- উত্তর কোরিয়া রাশিয়ায় আরও সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠাতে পারে। এতে যুদ্ধের তীব্রতা বাড়বে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে তিন হাজারের বেশি উত্তর কোরিয়ার সৈন্য নিহত ও আহত হয়েছে। পিয়ংইয়ং মস্কোর সেনাবাহিনীর জন্য আরও সেনা ও সরঞ্জাম পাঠাতে পারে। তিনি বলেন, উত্তর কোরিয়ার রাশিয়ান সেনাবাহিনীতে অতিরিক্ত সৈন্য এবং সামরিক সরঞ্জাম পাঠানোর আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের এই বিষয়ে কার্যকর প্রতিক্রিয়া দেখাতে হবে।

জেলেনস্কি তার শীর্ষ সামরিক কমান্ডার অলেক্সান্ডার সিরস্কির কাছ থেকে একটি প্রতিবেদন পাওয়ার পর এক্স-বার্তায় এসব দাবি করেন।

জেলেনস্কি বিপুল উত্তর কোরিয়ার সেনা নিহতের দাবি করলেও দক্ষিণ কোরিয়ার তথ্য বলছে অন্যকিছু। দক্ষিণ কোরিয়ার দাবি, চলতি মাসের শুরুতে রাশিয়ার পক্ষে যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে ১০০ উত্তর কোরিয়ার সৈন্য নিহত হয়েছে। পার্লামেন্টে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা ব্রিফ করার পর এমপি লি সুং-কোয়ান সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, আরও এক হাজার সেনা আহত হয়েছেন। তাদের মধ্য থেকেও অনেকে মারা যেতে পারেন।

তিনি বলেন, হতাহতদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন। সৈন্যদের ভূখণ্ড এবং ড্রোন যুদ্ধের সঙ্গে পরিচিতির অভাবে হতাহতের সংখ্যা বাড়ছে।

উত্তর কোরিয়ার হতাহতের প্রথম রিপোর্ট এই সপ্তাহের শুরুতে এসেছিল। অক্টোবরে জানা যায়, উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে যুদ্ধ করতে ১০ হাজার সৈন্য পাঠিয়েছে।

ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়া তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাচ্ছে। আর তাই কুরস্ক অঞ্চলে চলমান অভিযানে উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা হচ্ছে। কিন্তু অপ্রস্তুত এই সেনারা যুদ্ধের ময়দানে গিয়ে বেঘোরে মারা পড়ছে। কারণ, ওই সেনারা আধুনিক ড্রোন ও আকাশ যুদ্ধ মোকাবিলায় অভ্যস্ত নয়।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব