ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এখন ডুবন্ত তরীর অধিনায়ক। নিজ দেশেই বেকায়দায় থাকা এই রাষ্ট্রনায়ক নিজের পররাষ্ট্রনীতি নিয়েও হোঁচট খাচ্ছেন। মধ্যপ্রাচ্যে দেশটির আগের প্রভাব আর নেই। কিছুদিন আগে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত নতি স্বীকার করেছেন মাখোঁ। এবার আফ্রিকা মহাদেশে বড় হোঁচট খেয়েছে ফ্রান্স।
গেল মাসে আফ্রিকার দেশ চাদ খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেয়। দেশটি জানায়, তারা ফ্রান্সের সঙ্গে সামরিক প্রতিরক্ষা চুক্তি থেকে বেরিয়ে আসছে। চাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দেরমান কোলামাল্লাহ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর উভয় দেশ এই চুক্তি করেছিল। উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো। কিন্তু চাদ হঠাৎ করে ফ্রান্সের হাত ছাড়ায় এটিকে পুরো আফ্রিকা মহাদেশের জন্য ঐতিহাসিক মোড় হিসেবে বর্ণনা করা হচ্ছে। এই পুরো প্রক্রিয়াকে আফ্রিকায় ফ্রান্সের উপনিবেশবাদের অবসান হিসেবে দেখা হচ্ছে।
চলতি বছরের মে মাসে চাদে ফ্রান্সের সামরিক উপস্থিতি নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়। দেশটির জনগণের ভাষায়, সুরক্ষা ও সহযোগিতার নামে নিজেদের স্বার্থ ও নব্য উপনিবেশবাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করছে ফ্রান্স। এরপরই ফ্রান্সকে নিজ দেশ থেকে তাড়াতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল চাদ।