সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খানকে ছুরিকাঘাতে হত্যাকারী মো. জাহিদুল ইসলামকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে জাহিদকে গ্রেফতার করে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসিবুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের দিন রাত ৮টার দিকে সিরাজগঞ্জে প্রতিপক্ষের সমর্থকদের হামলায় বিএনপি সমর্থিত বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান খুন হন।