1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

ফিফা আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

মেক্সিকোর ক্লাব পাচুকাকে ৩–০ গোলে উড়িয়ে ফিফা আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার (১৯ ডিসেম্বর) লুসাইলে এই ট্রফি জয়ে কিলিয়ান এমবাপ্পে দুই বছর আগে ঠিক এই রাতে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল জিততে না পারার আক্ষেপ কিছুটা হলেও ঘুঁচিয়েছেন।

আগামী বছর বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে ফিফা। তাই এত বছর ধরে হয়ে আসা এই আসর এবার হয়েছে নতুন আদলে। ফিফার ছয় কনফেডারেশনের চ্যাম্পিয়ন নিয়ে আয়োজিত এই নকআউট টুর্নামেন্টের ফাইনালে রিয়াল প্রতিপক্ষ পায় মেক্সিকোর ক্লাব পাচুকাকে। ভেন্যু ২০২২ বিশ্বকাপ ফাইনালের সেই মাঠ, কাতারের লুসাইল স্টেডিয়াম। যেখানে মেসির আর্জেন্টিনার বিপক্ষে এমবাপ্পে হ্যাটট্রিক করেও ফ্রান্সকে জেতাতে পারেননি বিশ্বকাপ।

বুধবার আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে এই ফরাসি তারকার খেলা নিয়ে সংশয় থাকলেও শুরুর একাদশেই দেখা যায় তাকে। ৩৭ মিনিটে তার গোলেই এগিয়ে যায় মাদ্রিদ জায়ান্টরা। কনকাকফ চ্যাম্পিয়নদের বিপক্ষে দ্বিতীয়ার্ধেও আধিপত্য নিয়ে খেলা শুরু করে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নরা। ৫৩ মিনিটে রিয়ালের রদ্রিগো ব্যবধান দ্বিগুণ করার পর ৮৪ মিনিটে ব্রাজিলের আরেক ফরোয়ার্ড ভিসিউনিউস জুনিয়র পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-০ করেন। নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ জিতে আরেকটি ট্রফি দিয়ে বছর শেষ করলো কার্লো আনসেলোত্তির দল।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব