1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

এক মাছের দামই ৩ লাখ টাকা, মহাখুশি দেলোয়ার

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
তিন লাখে বিক্রি হওয়া জাবা ভোল মাছ

সুন্দরবনে এক জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি জাবা ভোলা মাছ। তিন লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে এ মাছ। মাছটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে দেলোয়ার হোসেন নামে এক জেলের জালে ধরা পড়ে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জেলে দেলোয়ার হোসেন মাছটি স্থানীয় মৎস্য আড়তে নিয়ে এলে আবু মুসা নামে এক মৎস্য আড়ত ব্যবসায়ী মাছটি কিনে নেন।

জেলে দেলোয়ার হোসেন কালবেলাকে বলেন, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যাই। গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় জালে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি জাবা ভোলা মাছ ধরা পড়ে, যা তিন লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

একটি মাছ এত টাকায় বিক্রি করতে পেরে ভীষণ আনন্দিত বলেও জানান তিনি। ভোল মাছের ফুলকো বা পটকা (বায়ুথলি) জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে মাছটি এত চড়া দামে বিক্রি হয়।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব