1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে বুধবার (১১ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, ফেরি বন্ধ থাকায় শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকে। চরম দুর্ভোগে পড়ে বয়স্কসহ শিশুরা। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল সোয়া ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্নে চলছে।

তিনি জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় ৬টি ফেরি আটকা পড়েছিল। এতে যাত্রী, চালক ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ফেরি চলাচল বন্ধ থাকাকালীন জরুরি পণ্যবাহী ট্রাক ও যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন। বর্তমানে এ নৌরুটে ছোট বড় মিলে মোট ১২টি ফেরি চলাচল করছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব