মক্কা ও মদিনার পবিত্র মসজিদগুলোতে নারী হাজিদের জন্য ৯টি নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ।
এই নির্দেশনাগুলোর উদ্দেশ্য হলো নারী হাজিদের জন্য একটি সম্মানজনক এবং আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করা। গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
শুক্রবার (০৬ ডিসেম্বর) সৌদি কর্তৃপক্ষ এই নির্দেশনাগুলো ইনফোগ্রাফিকের মাধ্যমে এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করেছে। এসব নির্দেশনা নারী হাজিদের নামাজের স্থানগুলোতে অনুসরণ করতে বলা হয়েছে।
নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু বিষয়:
ইসলামিক পোশাক পরিধান: নামাজের স্থানে উপযুক্ত ইসলামি পোশাক পরিধান করা।
কর্মীদের সঙ্গে সহযোগিতা: দায়িত্বরত কর্মীদের সঙ্গে সদয় আচরণ করা।
ফ্লোরে বসা বা শোয়া পরিহার: মাটিতে শোয়া বা বসা থেকে বিরত থাকা।
নামাজে সারিবদ্ধভাবে দাঁড়ানো: প্রার্থনা সারি সঠিকভাবে বজায় রাখা।
পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা: নামাজের স্থানে খাওয়া বা পানি পান না করা এবং শব্দ নিয়ন্ত্রণ করা।
জুতা পায়ে কার্পেটের ওপর হাঁটা থেকে বিরত থাকা: নামাজের স্থানগুলো পরিষ্কার রাখা।
ব্যক্তিগত মালামাল সাবধানে রাখা: নিজস্ব মালামাল অরক্ষিতভাবে রাখা থেকে বিরত থাকা।
এই নির্দেশনা পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা করার জন্য এবং সব হাজির জন্য শান্তিপূর্ণ উপাসনা অভিজ্ঞতা উন্নত করার জন্য নেওয়া হয়েছে।