1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

লেভেল ক্রসিংয়ে চলছেই ঝুঁকিপূর্ণ ইউটার্ন, বন্ধ করবে কে?

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

রাজধানীর ব্যস্ততম লেভেল ক্রসিং মগবাজার। এখানে কিছুক্ষণ পরপর ট্রেন যাওয়া আসা করে। নিষেধাজ্ঞা সত্ত্বেও এই ক্রসিংয়ে লাইনের ওপর দিয়ে নিয়মিত ইউটার্ন করে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ নানা যানবাহন। ট্রেন আসার সময়ও ঝুঁকি নিয়ে ইউটার্ন করেন কেউ কেউ।

রোববার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসা এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি যখন ঢাকায় ঢুকছিল, তখন মগবাজার রেল ক্রসিংয়ে লাইনের ওপরেই ছিল অনেকগুলো গাড়ি। পাশাপাশি কয়েকটি গাড়ি ইউটার্নও করছিল।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই সময় সামনের অংশে যানজট ছিল। গাড়িগুলো সামনে গিয়ে বের হতে পারছিল না। আবার ট্রেনও আসছিল। দুর্ঘটনার ঝুঁকি দেখে বেশকিছু গাড়ি সরে পেছনে গেলেও একটি গাড়ি আটকে যায়। ট্রেনটি আরও কাছাকাছি চলে আসায় নেমে যান আটকে যাওয়া প্রাইভেটকারের যাত্রী ও চালক। পরক্ষণেই ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে সামনে নিয়ে যায়। সেইসঙ্গে আরেক পাশের লেনে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব