বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ২১ আগস্ট হামলার ঘটনায় বিএনপি জড়িত ছিল না। বিদেশি শক্তির মাধ্যমে এই হামলা চালানো হয়েছিল।
রোববার (১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ২১ আগস্ট হামলার ঘটনায় বিএনপি জড়িত ছিল না। বিদেশি শক্তির মাধ্যমে এই হামলা চালানো হয়েছিল।
রোববার (১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ন্যায় বিচারের সময় এসেছে, সব মিথ্যা মামলা থেকে বিএনপি খালাস পাবে। গত ১৫ বছরে সঠিক ইতিহাস ডাষ্টবিনে ফেলে দিয়েছে আওয়ামী লীগ। তারা ইতিহাস বিকৃত করেছে।
তিনি বলেন, বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। তবে বর্তমান সরকারকে বিব্রত করতে একটা অশুভ ষড়যন্ত্র চলছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অনেকে ভুল পথে নেয়ার চেষ্টা করলেও বিএনপি বর্তমান সরকারকে সঠিক পথে রাখার চেষ্টা করছে।
বিএনপির এই নেতা বলেন, দেশে ও বিদেশ থেকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ দেয়ার চেষ্টা করছেন। বিএনপি ও আওয়ামী লীগ এক সঙ্গে যেতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকিয়েছে ভারত।