1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

রাহুল-জয়সওয়ালের ব্যাটে পার্থে ভারতের দাপট

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
রাহুল-জয়সওয়ালের ব্যাটে জয় দেখছে ভারত। ছবি : সংগৃহীত

পার্থ টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় ওপেনাররা অজি বোলারদের হতাশায় ডুবিয়ে বুমরার দলের দাপুটে অবস্থান নিশ্চিত করেন। লোকেশ রাহুল ও যশস্বী জয়সওয়াল অর্ধশতক হাঁকিয়ে ভারতের লিড ২০০ রানের ওপরে নিয়ে যান।

শনিবার (২৩ নভেম্বর) ১৭ উইকেটের নাটকীয় প্রথম দিনের পর দ্বিতীয় দিনে শুরুটা করেন জাসপ্রিত বুমরা। প্রথম বলেই ইন-ফর্ম অ্যালেক্স কেরিকে আউট করে অস্ট্রেলিয়ার বড় প্রত্যাবর্তনের স্বপ্ন ভেঙে দেন তিনি। এরপর হার্শিত রানা ও বুমরার আক্রমণে অসি লোয়ার অর্ডার ব্যাটাররা বেশ ভুগতে থাকেন।

রানার শর্ট বল সামলাতে গিয়ে নাথান লায়ন ক্যাচ দিয়ে ফিরলে ৭৯ রানে ৯ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের লড়াইয়ে শেষ উইকেট জুটিতে আসে ২৫ রান। হার্শিত রানা স্টার্ককে আউট করলে ১০৪ রানে থামে অসিদের ইনিংস। ভারত প্রথম ইনিংসে পায় ৪৬ রানের গুরুত্বপূর্ণ লিড।

ভারতের দ্বিতীয় ইনিংসে অজি পেসারদের সুইং বা সিমের সহায়তা না মেলায় সুযোগ কাজে লাগান রাহুল ও জয়সওয়াল। ধৈর্যশীল শুরুতে দুজনই ফিফটি করেন। রাহুল নিজের লাইন-লেংথের মধ্যে খেলে এবং নরম হাতে বলকে সামলে খেলেন। অন্যদিকে, জয়সওয়াল শট নির্বাচনে সতর্ক থেকে কামিন্স ও লায়নের বোলিংয়ে আক্রমণাত্মক শট খেলেন।

রাহুল ও জয়সওয়াল সেশনের শেষে উইকেট অক্ষত রাখেন। জয়সওয়াল ১২০ বলে নিজের নবম অর্ধশতক পূর্ণ করেন, আর রাহুল ১২৪ বলে তার ফিফটি করেন। জয়সওয়ালের একটি ছক্কা তাকে এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক ছক্কার রেকর্ড (৩৪) এনে দেয়।

দিন শেষে ভারতের স্কোর দাঁড়ায় ১৭২/০, যা প্রথম ইনিংসের স্কোরকে ছাড়িয়ে যায়। ৯০ রানে অপরাজিত থাকা জয়সওয়াল ও ৬২ রানে থাকা রাহুল তৃতীয় দিনে ভারতের জয় নিশ্চিত করতে আরও এগিয়ে যেতে চান। অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে অলআউট হয়।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ১৫০ ও ১৭২/০ (যশস্বী জয়সওয়াল ৯০*, কেএল রাহুল ৬২*)

অস্ট্রেলিয়া: ১০৪ (মিচেল স্টার্ক ২৬; জাসপ্রিত বুমরা ৫/৩০, হার্শিত রানা ৩/৪৮)

ভারত এগিয়ে: ২১৮ রানে

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব