অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম মহানগরীর জাতীয় সাংস্কৃতিক পাটির উদ্যোগে আজ পাহাড়তলী শাহ আমানত শাহ এতিম খানায় কম্বল বিতরন করা হলো,জাতীয় সাংস্কৃতিক পাটি চট্টগ্রাম মহানগরের কর্মীরা
গত ডিসেম্বর ২০২০ সাল থেকে মাক্স বিতরন দিয়ে শুরু করেচে কার্যকলাপ,চট্টগ্রামে জাতীয় পাটির মধ্যে একমাএ জাতীয় সাংস্কৃতিক পাটি চট্টগ্রাম কে করোনায় খাবার বিতরন,ঈদে অসহায় মানুষকে সেমাই, চিনি,নারকেল,চিড়া মুড়ি,তৈল, কাপড়, শাড়ি, লুংগি, পাঞ্জাবি, এবং কোরবানে অসহায় মানুষকে মাংশ বিতরন,ডিসেম্বর মাসে মাক্স বিতরন এখন কম্বল ও মাক্স বিতরন চালিয়ে যাচ্ছে, জাতীয় সাংস্কৃতিক পাটির চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন স্বপন বলেন নীজের রোজগার হতে যতটুকু পারি মানুষকে দান করার চেষ্টা করবো।
সভাপতি বাবুল আহমেদ বলেছেন আর কিছু পারি না পারি গানের আনন্দে সবায়কে খুশি রাখবো, আজকে কম্বল বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক হাজী আলী আকবর, ছাএ সমাজের সেলিম ভাই,তরুন পাটির সাগর ভাই,আরো জাতীয় পাটির নেতা কর্মিরা,চট্টগ্রাম মহানগরের জাতীয় সাংস্কৃতিক পাটির সভাপতি এবং সাধারণ সম্পাদক চট্টগ্রাম বাসীর কাচে দোয়া চেয়েচেন যেন তারা সব সময় এভাবে অসহায় মানুষের পাশে থাকতে পারেন।