প্রায় ২১ দিনের ঘটনাপ্রবাহ। কানপুরে তপ্ত রোদের নিচে বলেছিলেন, এখানেই থামতে চান। সাকিব আল হাসান দেশের ক্রিকেটে দীর্ঘ দেড় যুগ পার করে বিদায় বলেন দুই ফরম্যাটকে। টি-টোয়েন্টির অবসর নিশ্চিত। ওয়ানডে অবসরের ডেডলাইন ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফি। আর টেস্টের জন্য দোদুল্যমান সিদ্ধান্ত। দেশে আসতে পারলে মিরপুরে অবসর। নয়ত শেষটা কানপুরেই।
সাকিব আল হাসান চেয়েছিলেন শেষটা দেশে করতে। নিজের চেনা মাঠে। চেনা মানুষের সামনে। কিন্তু ৫ আগস্টের পরবর্তী সময়টা ছিল না তার অনুকূলে। আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব তখন অনেকের কাছেই খলনায়ক। সাকিব চাইলেন নিরাপত্তা। শুরুতে নেতিবাচক মন্তব্য। এরপর নম্র হলো বিসিবি ও সরকারের মনোভাব। বিভিন্ন পর্যায় পেরিয়ে শেষ পর্যন্ত ঢাকার উদ্দেশে যাত্রাও শুরু করেন সাকিব।