গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘এই অন্তবর্তীকালীন সরকারকে একটি নির্বাচন করার জন্য জনগণ ক্ষমতায় বসায়নি, রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, কল্যাণের জন্য দলমত নির্বিশেষ তাদের ক্ষমতায় বসিয়েছে। তাই আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচন। ’
আজ বুধবার বিকালে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘রাষ্ট্র সংস্কারের জন্য যে সময় প্রয়োজন হবে গণঅধিকার পরিষদসহ বিপ্লবে অংশগ্রহণকারী সকল দল সেই সময়টুকু দেবে এবং সংস্কারের লক্ষ্যে যে ছয়টি কমিশন গঠন হয়েছে, তারা সবাই দক্ষ, অভিজ্ঞ, তারা সবগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে কাঙ্খিত সংস্কারের পথে নিয়ে যাবেন।