1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

মোহাম্মদপুরে ডাকাতিতে আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত ৫ সদস্য

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার আটজনের মধ্যে পাঁচজন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত সদস্য বলে জানিয়েছে র‌্যাব। বাকি তিনজন বেসামরিক নাগরিক। রবিবার (১৩ অক্টোবর) এক প্রেস ব্রিফিংয়ে একথা জানায় র‌্যাব মুখপাত্র লে. কর্ণেল মুনীম ফেরদৌস।

মুনীম ফেরদৌস জানান, গেলো শুক্রবার গভীর রাতে মোহাম্মদপুরে তিন রাস্তা মোড়ের কাছে একটি বাড়িতে সেনাবাহিনী ও র‌্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। তারা ওই বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিড়ি বেয়ে তারা ওপরে উঠে, এ সময় তাদের মুখে মাস্ক ছিল। ডাকাতির ঘটনায় শনিবার মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সেখানে ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এরপর অভিযানে নেমে আটজনকে গ্রেফতার করে র‌্যাব।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব