ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা ও স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহেরলাল নেহরু। তিনি ১৭ বছরেরও বেশি সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তী সময়ে তাঁর মেয়ে ইন্ধিরা গান্ধী ও নাতি রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে জওয়াহেরলাল নেহরুর নামে ভারতে মাত্র একটি বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়, যা তাঁর মৃত্যুর পর ১৯৬৯ সালে দিল্লিতে স্থাপিত হয়।
এই একটি বিশ্ববিদ্যালয়ের নামকরণের মাধ্যমেই জওয়াহেরলাল নেহরুর নাম সারা বিশ্ব মনে রেখেছে। তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন গত ১৫ বছরে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের নামে ১৩টি বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে।