1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

শাকিবপুত্র জয়কে শুভেচ্ছা জানাল আরেক পুত্র বীর

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আজ। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন শাকিব-অপুর পুত্র। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জয়ের জন্মদিন। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুভেচ্ছায় ভাসছে এই স্টারকিড।

এদিকে অপু বিশ্বাস ছাড়াও শাকিব খানের আছে আরেক স্ত্রী। অভিনেত্রী শবনম বুবলীর ঘরেও আছে শাকিবের আরেক সন্তান। শাকিবের দুই স্ত্রীর মধ্যে খারাপ সম্পর্ক থাকলেও জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আরেক সন্তান শেহজাদ খান বীর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুবলীর পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

সেখানে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।’
বুবলীর পোস্ট করা ওই ভিডিওর নিচে একজন লিখেছেন, ‘মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বীর বাবা। বুবলী আপনাকে অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই, আর আপনার পরিবারকে, যারা আল্লাহর রহমতে আপনাকে ভদ্রতা, সামাজিকতা শিখিয়েছে।

অন্যকে সন্মান-শ্রদ্ধা করা সবার আসে না, সবাইকে আল্লাহ তাআলা দেন না, আলহামদুলিল্লাহ। এর নামই শিক্ষা। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রেখে, অন্যকে বুঝতে না দিয়ে মানুষকে ছোট না করে ভালো ব্যবহার দিয়ে সমাজকে সুন্দর করা যায়। জাজাকাল্লাহ খয়রান বীর বাবা তোমার জন্য ও তোমার মায়ের জন্য।’

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব