বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেল এস এম ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিভিন্ন সময়ে গুম, খুন, নির্যাতন, ক্রসফায়ারের শিকার হওয়ায় বাধ্য হয়েই ছাত্রশিবিরের নেতাকর্মীরা নিজেদের দলীয় পরিচয় গোপন করেছিলেন।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে পরিচয় গোপন রেখে রাজনীতি করে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফরহাদ আরো বলেন, ‘আমাদের বিভিন্ন শাখার সভাপতি-সেক্রেটারিকে গুম করে ফেলা হয়েছিল। এখনো আমাদের অনেক শাখার সভাপতি সেক্রেটারি গুম অবস্থায় আছেন।
বিভিন্ন থানার সভাপতি-সেক্রেটারিকে উঠিয়ে নিয়ে ক্রসফায়ার দিয়েছে। আমাদের শত শত ভাইকে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নির্যাতন করা হয়েছে।’ তিনি বলেন, শুধু শিবির সন্দেহে বিশ্বজিত্ নামের একজন হিন্দুকে হত্যা করা হয়েছে।
ছাত্রলীগের কমিটিতে তার নাম থাকার বিষয়ে এস এম ফরহাদ বলেন, ‘ছাত্রলীগের কমিটিতে পদ পাওয়ার জন্য নিয়মিত প্রগ্রাম করতে হয়, নেতাদের প্রটোকল দিতে হয়, মধুর ক্যান্টিনে গিয়ে হাজিরা দিতে হয় এবং পদের জন্য সিভি দিতে হয়।