আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে চলমান ঋণচুক্তির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০.৫ শতাংশ কর বাড়ানোর শর্ত কেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পূরণ করতে পারেনি, সে বিষয়ে জানতে চেয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে এনবিআরের সঙ্গে চারটি আলাদা বৈঠকে এ বিষয়ে জানতে চায় আইএমএফ।
বৈঠকে প্রথমে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ আয়কর, মূসক ও শুল্কনীতি শাখার সদস্যদের সঙ্গে আলোচনার পর এই তিন বিভাগের নীতি শাখার কর্মকর্তাদের সঙ্গে আলাদা করে কারিগরি মিটিং হয়েছে। আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়েন্দু দের নেতৃত্বে আরো দুই সদস্য এতে অংশ নেন।
নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা দৈনিক দেশ বাণীকে বলেন, ‘গত অর্থবছরে আমরা (এনবিআর) কেন জিডিপির ০.৫ শতাংশ কর বাড়াতে পারলাম না, সে বিষয়ে তারা (আইএমএফ) জবাবদিহি চেয়েছে। আমরা বলেছি, মূসক লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। আয়কর ও শুল্ক পারেনি। কারণ আমদানি কমেছিল গত অর্থবছরে।