গান শোনা নিয়ে বাকবিতণ্ডার সময় বড় ভাই রঞ্জিত কয়রাকে (২৮) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা বাগানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চা বাগানের লক্ষ্মীন্দর কয়রার ছেলে রঞ্জিত কয়রার স্ত্রী নিপা কর মোবাইল ফোনে স্পিকার যুক্ত করে গান শোনার সময় বাধা দেন দেবর সঞ্জিত কয়রা (২৫)। নিষেধ সত্ত্বেও গান বন্ধ না করায় ভাবীর ফোনটি ভেঙে ফেলে সে। বিকালে বড় ভাই রঞ্জিত কয়রা বাড়ি ফিরলে স্ত্রী ফোন ভাঙার নালিশ দেয়। এতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সঞ্জিত দা দিয়ে কুপিয়ে বড় ভাই রঞ্জিতকে গুরুতর আহত করে। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হবে।